আসসালামু আলাইকুম।
আমরা সবাই জানি আজকে HSC 2023 এর রেজাল্ট পাবলিশ হবে।
রেজাল্ট পাবলিশের পর থেকেই, আমাদের সরকারি ওয়েবসাইটের মধ্যে অনেক ট্রাফিক বেড়ে যায়। যার জন্য আমাদের রেজাল্ট দেখতে অনেক সমস্যা হয়।
আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুবই সহজেই নিজের বা পরিচিত কারো রেজাল্ট বের করতে পারবেন।
আমি এখানে টোটাল ২ টা পদ্ধতি দেখাবো:
- ১) ওয়েবসাইটের মাধ্যমে মার্কশিট সহ বের করার নিয়ম
- ২) এম এস এর (SMS) মাধ্যমে রেজাল্ট বার করার নিয়ম
- পদ্ধতি ১: ( website এর মাধ্যমে )
ওয়েবসাইট এর মাধ্যমে মার্কশিট সহ রেজাল্ট দেখার জন্য প্রথমে এই লিংকে ক্লিক করবেন https://eboardresults.com/v2/home
তারপর আপনাদের সামনে যেই সাইটটি ওপেন হবে সেখান থেকে,
Examination Option থেকে " HSC / Alim / Equivalent " সিলেক্ট করুন
তারপর, Year Option থেকে 2023 সিলেক্ট করুন,
তারপর, Board Option থেকে নিজের বোর্ড সিলেক্ট করুন,
তারপর, আপনার Roll number টি বসিয়েদিন।
তারপর, Reg: no Option থেকে আপনার registration number টি দিবেন।
সর্বশেষে একটা যোগ করার Option থাকবে সেটাকে যোগ করে বসিয়ে দিন।
তারপর সবকিছু আরেকবার চেক করে সাবমিট বাটনে ক্লিক করুন।
- পদ্ধতি ২ : ( SMS এর মাধ্যমে )
এসএমএস ( SMS ) এর মাধ্যমে রেজাল্ট দেখার জন্য:
message option এ গিয়ে type করুন HSC
তারপর, আপনার বোর্ড এর প্রথম তিন অক্ষর যেমন Dhaka = DHA,
তারপর, আপনার রোল নাম্বার লিখুন যেমন 123456,
তারপর, Year লিখেন, যেমন 2023
তারপর মেসেজটি সেন্ড করুন 16333 এই নাম্বারে।
example : HSC DHA 123456 2023 ( to send 16222 )
সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল।
সবার আগে রেজাল্ট পেতে এখানে আপনার বোর্ড, রোল এবং রেজিষ্ট্রেশন নাম্বার কমেন্ট করুন।
ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ
বিশেষ দ্রষ্টব্য : এসএমএস এর মাধ্যমে রেজাল্ট তাড়াতাড়ি পাওয়া যায় তাই সকলকে বলবো রেজাল্ট পাবলিশ হলেই এসএমএস করে রাখুন
Rate This Article
Thanks for reading: HSC Result 2023 check online with full marksheet । All Education Board – এইচএসসি রেজাল্ট ২০২৩ ফুল মার্কশীটসহ, Stay tune to get latest Tech and Ethical update.